চাঁপাইনবাবগঞ্জে “ফিলিস্তিন বাঁচাও” স্লোগানে বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে ফিলিস্তিনের গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে “ফিলিস্তিন বাঁচাও” স্লোগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় সদর উপজেলার ২ নম্বর গোবরাতলা ইউনিয়নের মহিপুর মোড়ে এই কর্মসূচির আয়োজন করেন এলাকার সাধারণ জনগণ।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা গাজায় নিরীহ মানুষের ওপর চালানো বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি তোলেন।
সমাবেশ থেকে বক্তারা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।
ট্যাগস :