চাঁপাইনবাবগঞ্জে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো। হাটে এখনই দেখা যাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ও সরব উপস্থিতি।
গত ৯ মে শুক্রবার বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার বটতলা কোরবানির পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটজুড়ে দেশি ও বিদেশি জাতের গরু, ছাগলের সরবরাহ বেড়েছে। হাটের এক পাশ থেকে অন্য পাশে শুধুই দরদাম, হাকডাক আর কোলাহল। বিক্রেতারা নানা কৌশলে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন, কেউ গরুর খাবার তুলে ধরছেন, কেউ বা পশুর শান্ত স্বভাব বা ওজন নিয়ে প্রশংসায় ব্যস্ত।
বিক্রেতাদের ভাষ্যমতে, এখনও পর্যন্ত পশুর দাম তুলনামূলক স্থিতিশীল। তবে ক্রেতারা অপেক্ষাকৃত কম দামে ভালো মানের পশু পেতে দরদামের কৌশলে ব্যস্ত সময় পার করছেন।
হাট কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, নিরাপত্তা ও স্বচ্ছ লেনদেন নিশ্চিতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। হাটের বিভিন্ন প্রান্তে সাদা পোশাকে লোকজন নজরদারিতে কাজ করছেন এবং মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।
সন্দেহভাজন কেউ চোখে পড়লে তাকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, হাটে কালো টাকা লেনদেন রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে। কেউ এমন লেনদেনে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার কথা জানিয়েছে হাট কর্তৃপক্ষ।
পরিশেষে হাট কমিটি সকল ক্রেতাকে নির্ভয়ে, স্বস্তিতে এবং নিরাপদ পরিবেশে কোরবানির পশু কিনতে বটতলা পশুর হাটে আসার আহ্বান জানিয়েছে।