চাঁপাইনবাবগঞ্জে আজাহারীর মাহফিলকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা হারুন
চাঁপাইনবাবগঞ্জে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজাহারীর তাফসীর মাহফিলকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউন হাইস্কুল মাঠে পৌর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
হারুনুর রশিদ বলেন, “আমার বাড়ির কাছে একটি তাফসীর মাহফিল আগামী ২২ তারিখ অনুষ্ঠিত হবে, যেখানে মিজানুর রহমান আজাহারী সাহেব আসবেন। এক মাস ধরে জেলার বিভিন্ন জায়গায় এই মাহফিলের প্রচার চলছে, তবে একইসঙ্গে চাঁদাবাজিও চলছে। ব্যাংক, শিল্পকারখানা, এমনকি মানুষের বাড়ি বাড়ি গিয়েও চাঁদা আদায় করা হচ্ছে। এটা কি তাফসীর মাহফিল নাকি চাঁদাবাজির আয়োজন?”
তিনি আরও বলেন, “এই মাহফিলের সভাপতিত্ব করছেন জামায়াতের জেলা আমীর আবু জার গিফারী, আর প্রধান অতিথি হিসেবে আছেন নুরুল ইসলাম বুলবুল। তাহলে এটা কি কুরআনের তাফসীর নাকি জামায়াতের রাজনৈতিক সভা? জনগণ এসব বিষয়ে সতর্ক রয়েছে।”
বিএনপির এই নেতা আরও বলেন, “জামায়াতের নেতারা তাফসীর মাহফিলের নামে দলীয় সভা করছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। কুরআন-হাদিসের আলোকে আলোচনা করা উচিত, কিন্তু এখানে বক্তারা মানুষকে হাত তুলিয়ে রাজনৈতিক সমর্থন যাচাই করছে। এটা মুনাফেকির পরিচয়। তাফসীর মাহফিলে বসে বিএনপির নেতাদের নিয়ে সমালোচনা করা হচ্ছে, যা একেবারেই অনভিপ্রেত।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হারুন বলেন, “যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের নির্মম পরিণতি হয়েছে। জনগণের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। হারাম টাকা দিয়ে নির্মিত তাদের বাড়িঘর আজ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পনেরো বছর ধরে সরকার বিচারবহির্ভূত হত্যা ও গুম চালিয়ে গেছে, যার প্রতিফলন এখন দেখা যাচ্ছে।”
অন্তবর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপি নেতা বলেন, “ড. ইউনুসের নেতৃত্বে ছয় মাস আগে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, যা বিএনপিসহ গণতান্ত্রিক দলগুলো সমর্থন দিয়েছিল। কিন্তু দিন দিন আমরা হতাশ হচ্ছি। ছাত্র-জনতা আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে, যার দায় সরকারকেই নিতে হবে।”
তিনি বলেন, “আমাদের আহ্বান থাকবে, স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হোক। সরকার এখনও সুস্পষ্ট কোনো রোডম্যাপ দেয়নি। আমরা চাই অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া শুরু হোক, যাতে জনগণ তাদের প্রতিনিধি বেছে নিতে পারে এবং গণতান্ত্রিক ধারা বজায় থাকে।”
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাসিদুল হক নিখিলের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।