ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘চলমান সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতায় উদ্বেগ প্রকাশ’

চেকপোস্ট প্রতিবেদক::

সারা দেশে চলমান সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

বৃহস্পতিবার সংগঠনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকাসহ সারা দেশে সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক ও সংখ্যালঘু পরিবার, ভাস্কর্য, স্থাপনা, শিল্পালয়, মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর, চলচ্চিত্র প্রেক্ষাগৃহের ওপর প্রতিহিংসামূলক আক্রমণ, লুট, ভাঙচুর, হত্যা, হুমকি চলছে।

এমনকি রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষের চিন্তক, গবেষক, মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারও হুমকির মুখে দিনাতিপাত করছেন। পুলিশ বাহিনী ও থানাও আক্রমণ থেকে মুক্তি পাচ্ছে না।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বিভিন্ন কারণে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। গণতান্ত্রিক চর্চা ও সুশাসনের জন্য এমন নৈরাজ্য একেবারেই সহায়ক নয়।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা স্মরণ করছি, বাংলাদেশ সেনাপ্রধান দায়িত্ব গ্রহণের পরপর জাতির উদ্দেশ্যে বলেছিলেন, তিনি জাতির দায়িত্ব নিচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে ধৈর্য ধারণ করতে বলেন। তার এ যুক্তিসঙ্গত আহবানে নৈরাজ্যকারীরা কর্ণপাত করেনি।

আমরা আশা করব অতিসত্বর সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং আসন্ন অন্তবর্তীকালীন সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেবেন। আমরা আশান্বিত যে, সেনাবাহিনী থেকে ইতোমধ্যে কিছু জরুরি ফোন নম্বর সরবরাহ করা হয়েছে; কিন্তু গতকাল সঙ্গত প্রয়োজনে অনেকেই সেই নম্বরে প্রবেশ করে সহায়তা চাইতে পারেননি।

আশা করি, এ ব্যাপারে দ্রুত আরও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। আমরা আরও আশা করব, নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে অচিরেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
৫১১ বার পড়া হয়েছে

‘চলমান সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতায় উদ্বেগ প্রকাশ’

আপডেট সময় ১০:৩৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

সারা দেশে চলমান সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

বৃহস্পতিবার সংগঠনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকাসহ সারা দেশে সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক ও সংখ্যালঘু পরিবার, ভাস্কর্য, স্থাপনা, শিল্পালয়, মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর, চলচ্চিত্র প্রেক্ষাগৃহের ওপর প্রতিহিংসামূলক আক্রমণ, লুট, ভাঙচুর, হত্যা, হুমকি চলছে।

এমনকি রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষের চিন্তক, গবেষক, মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারও হুমকির মুখে দিনাতিপাত করছেন। পুলিশ বাহিনী ও থানাও আক্রমণ থেকে মুক্তি পাচ্ছে না।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বিভিন্ন কারণে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। গণতান্ত্রিক চর্চা ও সুশাসনের জন্য এমন নৈরাজ্য একেবারেই সহায়ক নয়।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা স্মরণ করছি, বাংলাদেশ সেনাপ্রধান দায়িত্ব গ্রহণের পরপর জাতির উদ্দেশ্যে বলেছিলেন, তিনি জাতির দায়িত্ব নিচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে ধৈর্য ধারণ করতে বলেন। তার এ যুক্তিসঙ্গত আহবানে নৈরাজ্যকারীরা কর্ণপাত করেনি।

আমরা আশা করব অতিসত্বর সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং আসন্ন অন্তবর্তীকালীন সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেবেন। আমরা আশান্বিত যে, সেনাবাহিনী থেকে ইতোমধ্যে কিছু জরুরি ফোন নম্বর সরবরাহ করা হয়েছে; কিন্তু গতকাল সঙ্গত প্রয়োজনে অনেকেই সেই নম্বরে প্রবেশ করে সহায়তা চাইতে পারেননি।

আশা করি, এ ব্যাপারে দ্রুত আরও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। আমরা আরও আশা করব, নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে অচিরেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।