চট্টগ্রাম ডিসি পার্কে তৃতীয়বারের মতো মাসব্যাপী ফুল উৎসব
ট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাটের ডিসি পার্কে তৃতীয়বারের মতো মাসব্যাপী ফুল উৎসব শুরু হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে “ফুলের মতো তুমি ফোটাও গান” প্রতিপাদ্যে এ উৎসবের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা।
উৎসবে দর্শনার্থীদের জন্য ১৩৬ প্রজাতির লক্ষাধিক বাহারি ফুলের সমারোহ ছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, ভাসমান ফ্লাওয়ার গার্ডেন, লেজার লাইট শো, পুতুল নাচ ও মুভি শো। উৎসবের অন্যতম আকর্ষণ হলো “গণঅভ্যুত্থান কর্নার,” যা জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়েছে।
ডিসি পার্কের জায়গাটি একসময় ছিল অবৈধ দখলদারদের দখলে। এলাকাটি ছিল অপরাধীদের আড্ডা ও মাদকসেবীদের স্বর্গরাজ্য। জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন দুই বছর আগে ১৯৪ একর খাস জমি উদ্ধার করে। এরপর প্রয়োজনীয় সংস্কার শেষে এলাকাটিকে দেশি-বিদেশি ফুলের বাগানে পরিণত করা হয়।
আকাশ ছিল মেঘলা, তবে উৎসবপ্রেমীদের উচ্ছ্বাসে কোনো বাধা তৈরি করতে পারেনি। দর্শনার্থীরা ঘুরে বেড়িয়েছেন, ফুলের সঙ্গে সেলফি তুলেছেন এবং স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করেছেন। পার্কে প্রবেশের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ থেকে ৫০ টাকা।
ডিসি পার্কের মাসব্যাপী এ ফুল উৎসব চট্টগ্রামের মানুষের জন্য আনন্দ আর বিনোদনের এক অনন্য কেন্দ্রস্থল হয়ে উঠেছে।