১০ গুণীজনকে রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড প্রদান
চট্টগ্রামে ২২তম মহাত্মা সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রেসক্লাবে ২১ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় ২২তম মহাত্মা সম্মেলন। এই সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, “আত্মসমালোচনা এবং নিজের আত্মাকে সংশোধন ও পরিশুদ্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অন্যের সমালোচনা করতে গিয়ে অনেক সময় আমাদের নিজেদের উন্নতি থেকে পিছিয়ে পড়ি। তাই আত্মসমালোচনা করেই মানুষ নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে এবং মহাত্মা হতে পারে।”
এই সম্মেলনের উদ্যোক্তা ও আয়োজক ছিলেন সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ)। অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। মহাত্মা সম্মেলনের উদ্দেশ্য ছিল প্রিয় নবী হযরত মোহাম্মদ (দ.) এর আদর্শে সমাজে সৌভ্রাতৃত্ব এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধন।
এছাড়া, ২২তম মহাত্মা সম্মেলনে ১৩ তম “রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড” প্রদান করা হয়। এবারে ১০ গুণীজনকে এই সম্মাননা প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে- শিক্ষাবিদ চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাহিদুল ইসলাম চৌধুরী, সমাজসেবী আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, চিকিৎসা বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. নাজমুল হাসনাইন নওশাদ, ছুফি সাধনা বরিশাল চিশতিয়া দরবার শরীফের পরিচালক হযরত শাহসুফি সাইদ শাঁই চিশতি, লেখক ও গবেষক শামসুল আরেফীন, আলেমে তরিকত কুমিল্লা মজলিসে বেলায়ত শরীফের পীর মাওলানা সোহরাব হোসাইন আতিকী, ছুফি শিল্পী আলহাজ্ব মোহাম্মদ আলী হায়দার, ছুফি গীতিকার ও সুরকার মোহাম্মদ বাদশাহ আলম, প্রযুক্তিবিদ ইনোভার্সেল আইটি ফার্মের আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে চট্টগ্রাম দরবার শরীফের আওলাদে পাকগণ, রাহে ভান্ডার আশেকানে পরিষদ, রাহে ভান্ডার ওলামা পরিষদ, রাহে ভান্ডার তরুণ আশেকানে পরিষদ, ছুফি শিল্পী পরিষদের সদস্যরা, পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, সাংবাদিক এবং অন্যান্য গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভার পর সিটি মেয়র গুণীজনদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।