২০১৭ সালের গাড়িবহর হামলার পুনঃতদন্ত শুরু
চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার মামলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলার তদন্ত প্রতিবেদন দীর্ঘসূত্রতা সৃষ্টি করায় চট্টগ্রাম আদালত কড়া নির্দেশ দিয়েছেন দ্রুত রিপোর্ট দাখিলের।
রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক সায়মা আফরীন হীমা মামলার অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে তদন্ত কর্মকর্তাকে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজার এলাকায় গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় মির্জা ফখরুলসহ অন্তত ছয়জন নেতা গুরুতর আহত হন এবং বহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়।
বাদী অ্যাডভোকেট এনামুল হক মামলাটি দায়ের করেন। তবে প্রথমে পুলিশ ‘অভিযোগ প্রমাণিত হয়নি’ উল্লেখ করে প্রতিবেদন দেওয়ায় মামলাটি খারিজ হয়। পরে ২০২৪ সালের ২ অক্টোবর আদালত পুনঃতদন্তের নির্দেশ দেন।
মামলার আসামি তালিকায় রয়েছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা, যেমন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
বাদীর বক্তব্য, “২০১৭ সালে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, কিন্তু রাজনৈতিক চাপের কারণে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।”



















