চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সর্বস্তরের মানুষের
মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ২০ ফেব্রুয়ারি রাত ১২.১ মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন।
এদিন, দীর্ঘ চার বছর পর শহীদ মিনারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ২০২১ সাল থেকে সংস্কার কাজ চলার কারণে আনুষ্ঠানিকতা বন্ধ ছিল, তবে এবার সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ মিনারে রাত ১১টা থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
পুলিশের সশস্ত্র অভিবাদনের পর রাত ১২টা ১ মিনিটে মেয়র ডা. শাহাদাত হোসেন প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই বিভাগীয় কমিশনার, সিএমপি কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শহীদ মিনার উন্মুক্ত হওয়ার পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।