চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র লিজাকে অব্যাহতি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) আহ্বায়ক আরিফ মহিউদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা একটি আন্দোলনে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করা হয়।
বিষয়টি নিয়ে সংগঠনের সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, “ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর পর সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্ব অবিলম্বে ব্যবস্থা নিতে বলেন। ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিলেও লিজা কোনো জবাব দেননি।”
তবে বিতর্কিত এই অব্যাহতি প্রসঙ্গে লিজা বলেন, “যে অভিযোগ আনা হয়েছে, তা আমার ব্যক্তিগত জীবনসংক্রান্ত। কোনো তদন্ত ছাড়াই আমাকে মাইনাস করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে, এতে আমার পরিচিত কেউ জড়িত বলে সন্দেহ করছি।”
তিনি আরও জানান, “নাহিদ ভাই ও উমামা আপু আমাকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ও আইনি পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। কিন্তু সাইবার ট্রাইব্যুনাল মামলা গ্রহণ না করায় সেটি করা সম্ভব হয়নি।”
লিজা অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতারা তাঁর পাশে থাকলেও মহানগর নেতৃত্ব পরিকল্পিতভাবে তাঁকে বাদ দিয়েছেন। তিনি বলেন, “যদি সংগঠন কেন্দ্রের দোহাই দেয়, আমিও কেন্দ্রে এ বিষয়ে আলাপ করবো।”
অন্যদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে চাঁদাবাজির অভিযোগে মহানগরের সংগঠক শাহরিয়ার শিকদার ও যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাইমকেও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সুত্র: দেশ রূপান্তর