চট্টগ্রামে ডাকাতদলের ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ের পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ ডাকাতদলের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হলেও অপর চার সদস্য ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডাকাতদলটি তাদের ডাকাতির ভাগবাটোয়া করতে বারেক বিল্ডিংয়ের পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছিল। খবর পেয়ে ডবলমুরিং থানার একটি পুলিশ টিম অভিযান পরিচালনা করে। পুলিশ দলকে দেখতে পেয়ে ডাকাতদলের সদস্যরা হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে।
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, অভিযানে আহত পুলিশ সদস্যরা হলেন সাব-ইন্সপেক্টর জামিল এবং সাব-ইন্সপেক্টর নজরুল। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ডাকাতদের নাম মনির ও মেহেদী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাধ্যমে পলাতক ডাকাতদের পরিচয় জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন ওসি রফিক আহমেদ।
এই ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এবং পুলিশ তাদের সাধ্যমত অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।