আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী প্যারেড ময়দানে দীর্ঘ দেড় যুগ পর আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বিশিষ্ট ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। মাহফিলের পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে, যেন তিল ধারণেরও জায়গা নেই।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮টার পর মাহফিলে বয়ান করবেন মিজানুর রহমান আজহারী। পাঁচ দিনব্যাপী মাহফিলের শেষ দিনে দুপুর থেকেই মুসল্লিরা সমবেত হতে শুরু করেন। সন্ধ্যা ৭টায় আলোচনা করবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাওলানা শামীম সাঈদী। এরপর বয়ান করবেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ।
উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর ধরে এই ময়দানে তাফসির মাহফিলে বয়ান করে গেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর পর এবারই প্রথমবারের মতো এই ঐতিহাসিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যা নিয়ে চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এর আগে আয়োজক চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এক সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত তথ্য জানায়। মাহফিল সফল করতে এন্তেজামিয়া কমিটি ও ১৯টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করছে।
মাহফিলে উপস্থিত মুসল্লিদের সুবিধার্থে মূল প্যান্ডেলে পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক ও বিশেষ অতিথিদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তবে মহিলাদের জন্য মূল মাঠে কোনো প্যান্ডেল রাখা হয়নি। তাদের জন্য বিকল্পভাবে মহসিন কলেজ মাঠ, কাজেম আলী হাই স্কুল, গুলজার বেগম হাই স্কুল, কিশলয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে বসার ও ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছে। এসব স্থানে প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
মাহফিলে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ নজরদারিতে রয়েছেন।