ঘুরতে আসলাম রাজশাহী চিড়িয়াখানায়
ঈদের পরের দিন। রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। প্রবেশের জন্য টিকিট কাটতে নারী-পুরুষের লম্বা লাইন। সবার সঙ্গে রয়েছে তাদের আদরের শিশুরা—কেউ বাবার কোলে, কেউ মায়ের হাত ধরে।
চিড়িয়াখানার গেটে বসেছে ছোট ছোট ভ্রাম্যমাণ দোকান। বাদাম, চিপস, নানা রকমের বেলুন, চা—এসব নিয়ে ব্যবসা করছে দোকানিরা।
চিড়িয়াখানায় প্রবেশ করতেই চোখে পড়ে মনোরম পরিবেশ। শত শত মানুষের পদচারণায় এটি যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে। দূর-দূরান্ত থেকে স্ত্রী-সন্তানসহ অনেকেই এসেছেন ঈদের ছুটিতে একটু বিনোদন উপভোগ করতে।
রাজশাহীর তানোর উপজেলা থেকে আসা এক ছাত্র জানান, ঈদের ছুটি কাটাতে তিনি এখানে এসেছেন। চিড়িয়াখানার বড় পুকুরে রঙিন মাছ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। কখনও তারা পানির ওপরে ভেসে উঠছে, আবার ডুব দিয়ে হারিয়ে যাচ্ছে। দর্শনার্থীরা বাদাম ছুড়ে দিচ্ছেন মাছগুলোর খাবার হিসেবে।
চিড়িয়াখানার ভেতরে শিশুদের জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে, যেখানে টিকিট কেটে বিনোদন নেওয়ার সুযোগ আছে। পাশাপাশি, ছোট ছোট খাবারের দোকানও রয়েছে দর্শনার্থীদের জন্য।
লেকের ওপর দিয়ে ঝুলন্ত সেতু দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিচ্ছে। এছাড়া, চিড়িয়াখানার একপাশে পিকনিক স্পটও রয়েছে, যেখানে দলবদ্ধভাবে ঘুরে বেড়ানোর পাশাপাশি পিকনিকের সুযোগ রয়েছে।
ঈদের ছুটিতে রাজশাহী চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বিনোদনের এক আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।