গোলাগুলির পর শীর্ষ সন্ত্রাসী পলাশসহ ১১ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার
খুলনায় সন্ত্রাসীদের গ্রেফতার করতে গিয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির পর শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩টি পিস্তল, ১টি কাটা বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান জানান, আরামবাগ এলাকায় সন্ত্রাসীরা বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও যৌথ বাহিনী আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ১১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিযানে আহত এক নৌবাহিনীর সদস্যকে খুলনা নেভি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশ, কালা লাভলু ওরফে রুবেল ইসলাম, আরিফুল, ফজলে রাব্বি রাজন, লিয়ন শরীফ, ইমরানুজ্জামান, ইমরান রিপন, সৈকত রহমান, মহিদুল ইসলাম ও গোলাম রব্বানী। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে।
অভিযানস্থল থেকে ৩টি পিস্তল, ১টি একনলা বন্দুক, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি এবং শর্টগানের কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি দামি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।