গোমস্তাপুরে সরিষা ফুলের নয়াভিরাম সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা
পৌষের নরম রোদ আর মিষ্টি হাওয়ায় সরিষা ফুলের নয়নাভিরাম সৌন্দর্য মুগ্ধ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাবাসীকে। মাঠের পর মাঠ সরিষা ফুলে ঢাকা, যেন প্রকৃতির এক বিস্তৃত হলুদ গালিচা। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ।
সরিষা ক্ষেতে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে রয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, তরুণ-তরুণী, শিশু-কিশোর এবং মধ্যবয়সী থেকে শুরু করে বয়স্করাও। সরিষা ফুলের মাঝে ছবি তুলতে মেতে উঠেছেন সবাই। নিজেদের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই সৌন্দর্যের খবর ছড়িয়ে দিচ্ছেন দূর-দূরান্তে।
এক দর্শনার্থী জানান, “আমাদের গোমস্তাপুরের এই সরিষা ক্ষেতে ঘুরতে এসে মন ভরে যায়। এমন সুন্দর দৃশ্য আর কোথাও দেখা যায় না। ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ভালো লাগে।”
তবে দর্শনার্থীদের এই ভিড় সরিষা চাষিদের জন্য কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরিষা চাষিরা জানান, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ সরিষা খেতে ঢুকে ছবি তুলছে। এতে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। আমরা দর্শনার্থীদের অনুরোধ করছি, সরিষা ক্ষেতে ভেতরে না গিয়ে বাইরে থেকে ছবি তুলুন।”
দর্শনার্থীদের মতে, এ বছর গোমস্তাপুরের সরিষার মাঠগুলো আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও বিস্তৃত। প্রাকৃতিক এ দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন জেলার বাইরের মানুষও।
সরিষা ফুলের এই অপরূপ দৃশ্য স্থানীয় পর্যটনকে সমৃদ্ধ করছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সচেতনতা জরুরি। সরিষা ক্ষেতে ঘুরতে আসা সবার উচিত চাষিদের কথা বিবেচনা করে ফসলের ক্ষতি না করা।