গুগল ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে এআই-নির্ভর ব্রাউজার আনছে ওপেনএআই
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার গুগল ক্রোম-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে এআই-নির্ভর ওয়েব ব্রাউজার বাজারে আনছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি এই ব্রাউজার উন্মোচন করতে পারে বলে একাধিক প্রযুক্তি সংস্থার বরাত দিয়ে জানিয়েছে দ্য ভার্জ, রয়টার্স ও ইনডিপেনডেন্ট।
ওপেনএআইয়ের ব্রাউজারে থাকবে ‘অপারেটর’ নামের একটি শক্তিশালী এআই এজেন্ট, যা ব্যবহারকারীর পক্ষে বিভিন্ন কাজ করতে পারবে। এর মধ্যে থাকবে:
-
রেস্তোরাঁয় টেবিল বুক করা
-
অনলাইন ফরম পূরণ
-
ওয়েবভিত্তিক তথ্য অনুসন্ধান
-
দৈনন্দিন নানা ভার্চুয়াল কার্যক্রমে সহায়তা
ব্রাউজারটিতে চ্যাটজিপিটির ‘নেটিভ ইন্টারফেস’ সংযুক্ত থাকবে, ফলে আলাদাভাবে ওয়েবসাইটে গিয়ে চ্যাটজিপিটি ব্যবহারের প্রয়োজন হবে না। ব্রাউজার থেকেই সরাসরি এআই প্রযুক্তি ব্যবহারের সুবিধা মিলবে।
বিশ্লেষকদের মতে, এটি গুগলের ব্রাউজিং অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে, কারণ এতে ব্যবহারকারীর অনেক ইন্টারঅ্যাকশন সরাসরি চ্যাটজিপিটির ভেতরে হবে, বাইরের ওয়েবসাইটে নয়।
ওপেনএআইয়ের ব্রাউজারটি গুগলের ওপেন সোর্স প্রকল্প ‘ক্রোমিয়াম’-এর ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, ক্রোমিয়াম প্রযুক্তি ব্যবহার করেই গড়ে উঠেছে গুগল ক্রোম, মাইক্রোসফট এজ এবং অপেরার মতো জনপ্রিয় ব্রাউজারগুলো।
তবে ওপেনএআইয়ের এই উদ্যোগ গুগলের জন্য বড় একটি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এটি শুধু ব্রাউজারের ক্ষেত্রেই নয়, সার্চ ইঞ্জিনের বাজারেও একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে একটি কার্যকর চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে।
গত বছর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগ এনে প্রতিষ্ঠানটিকে বিভক্ত করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে গুগলকে তাদের ক্রোম ব্রাউজার আলাদা একটি কোম্পানি হিসেবে বিক্রি করতে বাধ্য করার কথাও বলা হয়।
এই প্রেক্ষাপটে ওপেনএআইয়ের নতুন ব্রাউজার বাজারে এলে প্রযুক্তি জগতে নতুন প্রতিযোগিতা ও ভারসাম্য সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ, রয়টার্স, ইনডিপেনডেন্ট