গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬ ট্রাক বেনাপোলে আটকা
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চল রাজ্য দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি সাময়িকভাবে স্থগিত করায় বেনাপোল স্থলবন্দরে গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬টি ট্রাক আটকা পড়েছে।
রোববার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান।
তিনি জানান, ভারতের পক্ষ থেকে স্থলবন্দর দিয়ে গার্মেন্টস সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে ট্রাকগুলো ভারতে প্রবেশ করতে পারছে না। এতে চরম বিপাকে পড়েছেন রপ্তানিকারক ব্যবসায়ীরা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, “স্থলপথে পণ্য রপ্তানিতে খরচ কম হলেও, বিকল্প হিসেবে সমুদ্র ও বিমানপথে রপ্তানি করলে খরচ বহুগুণ বেড়ে যাবে।”
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (DGFT) কয়েকটি বাংলাদেশি পণ্যে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। তবে যেসব পণ্যের আগেই এলসি বা টিটি করা হয়েছে, সেগুলো আমদানির বিষয়ে কাস্টমসে আলোচনা চলছে।
পরিস্থিতির উন্নয়ন না হলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।