গাজীপুরে সাংবাদিক হত্যা: জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো-এর সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, সাহাবুদ্দিন, আব্দুল আলিম ও মোয়াজ্জেম হোসেন।
বক্তারা বলেন, শত শত মানুষের সামনে একজন সাংবাদিককে হত্যা এবং আরেকজনকে গুরুতর আহত করার ঘটনা নজিরবিহীন। দ্রুত বিচার আইনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসি—না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে।