গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
গাজীপুরে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবিতে গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছে।
৭ এপ্রিল সোমবার, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সম্পাদক, জেলা প্রতিনিধি ও সাংবাদিক সংগঠনের নেতারা, যারা সাংবাদিক আনোয়ারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ জানান। বক্তারা বলেন, আনোয়ার হোসেন তার পত্রিকায় অবৈধ কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের পর থেকেই সাবেক পুলিশ কর্মকর্তা ও কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন।
বক্তারা দাবি করেন, মামলার বাদী আদালতে উপস্থিত না হওয়ায় এবং অপরাধের প্রমাণ না থাকার কারণে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়েছে। তারা অবিলম্বে সাংবাদিক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার দায়মুক্তি দাবি করেন এবং এই ধরনের ষড়যন্ত্রমূলক মামলা বন্ধের আহবান জানান।
এ সময় তারা সাংবাদিকদের সুরক্ষা এবং স্বাধীনতার বিষয়ে সবাইকে একত্রিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।