গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোয় ১ হাজার সেনা কর্মকর্তার বরখাস্তে সমর্থন নেতানিয়াহুর
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করায় প্রায় ১ হাজার বর্তমান ও সাবেক ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে ‘চরমপন্থী’ ও ‘প্রান্তিক’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তাদের বরখাস্তের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে নেতানিয়াহুর দফতর জানায়, গাজা যুদ্ধ বন্ধে স্বাক্ষর করা এই সেনা কর্মকর্তাদের মধ্যে অনেক পাইলটকে বরখাস্তে তিনি সমর্থন দিয়েছেন।
নেতানিয়াহু বলেন, “সেনাবাহিনীর ঐক্য ও শৃঙ্খলার বিরুদ্ধে এমন অবস্থান মেনে নেওয়া হবে না। এখন একতা ও দায়িত্বশীলতার সময়। আমাদের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করার যে কোনো চেষ্টাই প্রতিহত করা হবে।”
প্রায় ১ হাজার বিমান বাহিনীর কর্মকর্তা ও পাইলটের স্বাক্ষর করা খোলা চিঠিতে বলা হয়, “গাজায় লাগাতার বোমাবর্ষণ সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের আরও বিপদের মুখে ফেলছে। অতীতের অভিজ্ঞতা বলছে, যুদ্ধবিরতির চুক্তিই জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে পারে। সামরিক চাপ বরং তাদের হত্যার ঝুঁকি বাড়ায়।”
তারা আরও দাবি করেন, বর্তমান যুদ্ধ বাস্তব নিরাপত্তা চাহিদা নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু এসব মন্তব্যকে ইসরায়েলি সমাজের ঐক্য বিনষ্টের চেষ্টা বলে দাবি করেছেন।
তিনি বলেন, “এটি শুধু আমাদের সেনাবাহিনীকেই দুর্বল করছে না, বরং শত্রুদের মনোবলও বাড়াচ্ছে— যা ক্ষমার অযোগ্য।”
তিনি আরও অভিযোগ করেন, এই কর্মকর্তা ও সমর্থকরা আসলে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত।
ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, বরখাস্ত হওয়া কর্মকর্তারা সরকার পতনের উদ্দেশ্যে নয়, বরং গাজায় যুদ্ধ বন্ধ করে বন্দিদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যেই তাদের অবস্থান নিয়েছেন।