গাজায় নৃশংসতার প্রতিবাদে খুলনায় বিএনপির র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে খুলনায় র্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এই কর্মসূচির আয়োজন করে দলটি।
সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে নির্যাতনের মুখে মুসলিম বিশ্ব নীরব। তাদের নিরবতা প্রশ্নবিদ্ধ। মুসলিম উম্মাহর এ অবহেলা পুরো বিশ্বে মুসলমানদের গণহত্যার দিকে ঠেলে দিচ্ছে। একে একে সবার উপরই আগ্রাসন চলবে যদি এখন রুখে না দাঁড়ানো হয়।”
বক্তারা আরও বলেন, “১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনি জনগণ নিজের ভূখণ্ডে পরবাসী। যুগের পর যুগ ধরে ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে আসছে তারা। আর এ গণহত্যায় কিছু আন্তর্জাতিক পরাশক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে। অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপে গাজায় হামলা বন্ধের দাবি জানাই।”
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, অ্যাড. মোমরেজুল ইসলাম, ফকরুল আলম, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, জুলফিকার আলী জুলু, হাফিজুর রহমান মনি, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আজিজা খানম এলিজাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খুলনা মহানগর শাখার সভাপতি আমনুল্লাহ, বেল্লাল হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ র্যালি শিববাড়ি জিয়া হল চত্বর থেকে শুরু হয়ে যশোর রোড, ফেরিঘাট, খানজাহান আলী রোড হয়ে রয়েল চত্বরে পথসভার মাধ্যমে শেষ হয়।