গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি ইসলামী দলের উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এতে অংশ নেয় সাধারণ মুসল্লিরাও।
বিক্ষোভকারীরা বলেন, “গাজায় নারী-শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব মোড়লরা নিরব। এই গণহত্যা বন্ধ করতে হবে। পাশাপাশি অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।”
এদিন দেশের বিভিন্ন জেলায়ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নীলফামারীর চৌরঙ্গী মোড়ে শুক্রবার সকালে ‘ছাত্রজনতা’র ব্যানারে একটি গণআন্দোলন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষোভকারীরা বলেন, “বিশ্ব মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
এছাড়া ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিনাপানি বাজারে ‘তাওহীদি জনতা’র ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।