গাজায় খাবার পেতে ১২ কি.মি হেঁটে এসে হাতে পেয়ে মৃত্যু
ত্রাণ সাহায্য নিতে গাজায় দীর্ঘ ১২ কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে পৌঁছেছিল ফিলিস্তিনি বালক আমির। অনেক কষ্টের পর সে হাতে পেয়েছিল কিছু খাবার। কিন্তু সেই খাবার গ্রহণের মাত্র কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের দখলদার সেনারা তাকে গুলি করে হত্যা করে।
ঘটনাটি জানিয়েছেন গাজায় ত্রাণ কেন্দ্রে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করা যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা অ্যান্থনি আগুইলার।
তাঁর বর্ণনা অনুযায়ী, গত ২৮ মে আমির ত্রাণকেন্দ্রে এসে ভিড়ের মধ্যে থেকে কিছু চাল-ডাল নিতে সক্ষম হয়। সেই সময় অ্যান্থনি আমিরকে ডেকে তাকে হাত ধরে চুমু দেন, এরপর আমির ধন্যবাদ দিয়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর ইসরায়েলি সেনারা সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায় এবং ওই গুলিতে আমিরের প্রাণহানি ঘটে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম বন্ধ করে একটি বিতর্কিত সংস্থা ‘গাজা মানবিক ফাউন্ডেশন (জিএইচএফ)’ এর মাধ্যমে ত্রাণ বিতরণ করার চেষ্টা করে। কিন্তু এই কার্যক্রমের মধ্যেই এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা