ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৭০ ফিলিস্তিনি

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় একদিনে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণের সন্ধানে বের হওয়া সাধারণ মানুষ। এছাড়া খাদ্য সংকটের কারণে একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও ৭০ জন।

এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আটজনের মরদেহ।

একই সময়ে আহত হয়েছেন অন্তত ৩৮৫ জন।

২০২৩ সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।

খাদ্য সংকট ও দুর্ভিক্ষে গাজায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে মারা গেছেন ১১ জন, এর মধ্যে একজন শিশু রয়েছে।

এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জন, এর মধ্যে ১০৮ জনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন এবং আহত হয়েছেন ১৭৫ জন।

শুধু ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহে যাওয়ার পথে নিহত হয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন।

এরই মধ্যে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করেছে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
৫২৯ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৭০ ফিলিস্তিনি

আপডেট সময় ১১:২৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় একদিনে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণের সন্ধানে বের হওয়া সাধারণ মানুষ। এছাড়া খাদ্য সংকটের কারণে একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও ৭০ জন।

এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আটজনের মরদেহ।

একই সময়ে আহত হয়েছেন অন্তত ৩৮৫ জন।

২০২৩ সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।

খাদ্য সংকট ও দুর্ভিক্ষে গাজায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে মারা গেছেন ১১ জন, এর মধ্যে একজন শিশু রয়েছে।

এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জন, এর মধ্যে ১০৮ জনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন এবং আহত হয়েছেন ১৭৫ জন।

শুধু ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহে যাওয়ার পথে নিহত হয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন।

এরই মধ্যে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করেছে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)।