গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৫০ হাজার
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় থামছে না রক্তপাত। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে নিহত হয়েছেন আরও ২৬ জন ফিলিস্তিনি। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, ইসরায়েলের চলমান সামরিক অভিযানে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯১২ জনে, যা গত দেড় বছরে এই উপত্যকায় ঘটে যাওয়া নিধনযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এরপরই গাজায় অভিযানে নামে ইসরায়েলি সেনাবাহিনী।
চলমান অভিযানে আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও ১৮ মার্চ থেকে ফের শুরু হয় দ্বিতীয় দফার সামরিক অভিযান। নতুন করে শুরুর পর কেবল ১৫ দিনেই নিহত হয়েছেন দুই হাজারের বেশি ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ইতোমধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮১ জনে পৌঁছেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নির্মূল এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান বন্ধ হবে না। যদিও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলমান রয়েছে। তা সত্ত্বেও বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছেই।