ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

চেকপোস্ট ডেস্ক::

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বর্বর হামলায় নিহতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু-র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টার হতাহতসহ ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৬ জনে। এছাড়া আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫২২ জন নিহত এবং ৩ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও হামলা শুরু করে। হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যকে কেন্দ্র করে এই আক্রমণ শুরু হয় বলে জানা গেছে।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বর্বর হামলায় নিহতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু-র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টার হতাহতসহ ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৬ জনে। এছাড়া আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫২২ জন নিহত এবং ৩ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও হামলা শুরু করে। হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যকে কেন্দ্র করে এই আক্রমণ শুরু হয় বলে জানা গেছে।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।