গাইবান্ধা গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা, এক পুলিশ সদস্য আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তালিকাভুক্ত এক আসামিকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে এসআই সেলিম রেজা নেতৃত্বে ১২ সদস্যের একটি পুলিশ দল সিভিল পোশাকে মোটরসাইকেলযোগে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানের লক্ষ্য ছিল বর্তমান আওয়ামী লীগপন্থী চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ (গোলাপ) কে গ্রেফতার করা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় চেয়ারম্যান গোলাপের দলীয় সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই সেলিম রেজা মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর সার্কেল এএসপি আব্দুল বারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সময়ে মেজর মাসুম বিল্লাহ (২২ বীর) এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দলও উপস্থিত ছিল, তবে তারা কোনো অভিযান পরিচালনা করেনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।




















