গবেষণায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. আমিনুল
গবেষণার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম এ কথা বলেন।
তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগ উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কারণে এটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। সুন্দরবন উপকূলীয় লবণাক্ত এলাকায় কৃষি উৎপাদনে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন।
প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেন, “গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে কৃষিক্ষেত্রে। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য সংকট মোকাবিলায় কৃষি বিজ্ঞানীদের ভূমিকা অনন্য।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার সুযোগ বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক উৎস থেকে গবেষণার জন্য তহবিল সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে শিক্ষার্থীদের প্রযুক্তি ও ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারন অর রশিদ খান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নুরুন্নবী।
বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য ও গবেষণার অগ্রগতি তুলে ধরেন প্রফেসর ড. আশিকুর রহমান। সভা পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।
সভায় বিভিন্ন বিভাগ ও স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহাজান কবীর, প্রফেসর ড. সানাউল ইসলামসহ অন্যান্য শিক্ষাবিদরা।
অনুষ্ঠানে প্রফেসর ড. এম আমিনুল ইসলামকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে উপাচার্য ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করেন।