গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলী বিশ্বাসের ইন্তেকাল
খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলী বিশ্বাস (৫০) শনিবার (৩ মে) সকাল সাড়ে ৬টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি খুলনা মোটর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি এবং কেডিএ নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, শিবলী বিশ্বাস সাবেক বিরোধীদলীয় হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুম মশিউর রহমানের জামাতা ছিলেন।
তার মৃত্যুর খবরে নুরনগর বিশ্বাস বাড়িতে আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকার মানুষ ভিড় করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ আসর নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শিবলী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কেডিএ নিউমার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান গোরা, সহ-সভাপতি মির্জা ফেরদৌস আলম, শমশের সাহা, শ্যামা প্রসাদ কর্মকার, আমিরুল ইসলাম আলিফ, সিরাজুল হক, মোল্লা মজিবর রহমানসহ অনেকে।
এছাড়া শোক প্রকাশ করেছেন খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মজিবর রহমান, সহ-সভাপতি হাসান মোড়ল, মজুমদার গিয়াসউদ্দিন জিয়া, আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, আব্দুল কাদের, আনোয়ার হোসেন প্রমুখ।