গণহত্যাকারী আ’লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’র আত্মপ্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। প্ল্যাটফর্মটি আওয়ামী লীগের বিচার ও রাজনীতিতে নিষিদ্ধকরণের দাবিতে গঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক ঘোষণার মাধ্যমে এ প্ল্যাটফর্মের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে সমবেত হন। মিছিলে তারা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দেন।
এবি জুবায়ের বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম কাজ হওয়া উচিত ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার, কিন্তু তা এখনো সম্ভব হয়নি। তিনি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়ে গণভোট আয়োজনের আহ্বান জানান। তার ভাষায়, ‘‘গণভোটের মাধ্যমে দেশের মানুষ রায় দেবে যে, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না।’’
জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মোসাদ্দেক বলেন, অভ্যুত্থানের পর বিভিন্ন স্বার্থান্বেষী মহল আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তাই নতুন এই প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় হলেই এটি বিলুপ্ত করা হবে। তিনি বলেন, ‘‘যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান, তারা আমাদের সঙ্গে যুক্ত হোন।’’
প্ল্যাটফর্মের পক্ষ থেকে আগামীকাল ২২ মার্চ বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে ইফতার ও অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।
এই নতুন প্ল্যাটফর্মের ঘোষণা ছাত্র সমাজের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর কার্যক্রম ভবিষ্যতে কীভাবে এগোয়, তা সময়ই বলে দেবে।