খুলনা সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডে শিশু সুরক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনা সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডে শিশু সুরক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল ৩টায় ওয়ার্ড অফিসের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১২ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সচিব আবু তৈয়ব মোঃ বেলাল উদ্দিন।
আলোচনায় বক্তারা শিশু সুরক্ষা কমিটির নতুন কমিটি গঠন, শিশুদের মানোন্নয়নে করণীয় নির্ধারণ এবং শিশুদের সচেতনতার জন্য একটি বৃহৎ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রবিউল হোসেন খান, জে. জে. এস এর প্রতিনিধি পূর্ণিমা সরকার, শিক্ষাবিদ মাওলানা মাসুম বিল্লাহ, আয়শা সিদ্দিকা, মুরশিদা জামান, শামিমা খাতুন, নুরজাহান স্নিগ্ধা প্রমুখ।