খুলনা সার্কিট হাউজে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন
খুলনা সার্কিট হাউস মাঠে আসন্ন ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকালে বিভাগের কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার সার্কিট হাউস মাঠ পরিদর্শন করে ঈদ জামাত আয়োজনের জন্য নেয়া ব্যবস্থা গুলি যাচাই করেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “নগরবাসী যাতে সুষ্ঠুভাবে ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশগ্রহণ করতে পারে, তার জন্য সার্কিট হাউজ মাঠে প্রস্তুতি প্রায় সম্পন্ন। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ১২টি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। নগরবাসীকে সাচ্ছন্দ্য ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধা দিতে খুলনা সিটি কর্পোরেশন ও কেএমপির পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেয়া হয়েছে।”
তিনি আরও বলেন, খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে কেসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় পৃথকভাবে নির্ধারিত সময়ে ঈদ জামাতের আয়োজন করা হবে।
এছাড়া, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন ও ফিনান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, সার্কিট হাউজ মাঠে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।
পরিদর্শনকালে খুলনার জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, কেসিসির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) মশিউজ্জামান খান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জেলা প্রশাসন, কেএমপি, কেসিসি কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে সকাল ৯ টায় ও ১০ টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।