খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণসহ ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৭৫৬ কোটি টাকা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নসহ (২য় সংশোধিত) মোট ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মাদ ইউনুস।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা। এছাড়া বৈদেশিক ঋণ থেকে ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ১৪৫ কোটি ৬ লাখ টাকা।
এ সময় তিনি আরও জানান, জেলায় জেলায় স্থাপিত নতুন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যৎ নিয়ে সরকারের অনিশ্চয়তা রয়েছে। সে কারণে জেলা পর্যায়ে নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারণে নতুন প্রকল্প গ্রহণ করবে না সরকার।
উল্লেখ্য, খুলনা অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থার মানোন্নয়নে শিপইয়ার্ড সড়ক উন্নয়ন প্রকল্পটি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।