খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সের দখল, রোগীদের সমস্যা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যানবাহনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে জরুরী বিভাগ এবং বহি: বিভাগের সামনে অসংখ্য অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে। এসব অ্যাম্বুলেন্সের সহকারীরা সড়কে রোগী টানতে হাকডাক করেন, যার ফলে হাসপাতালের ভেতরে প্রবেশ এবং বের হওয়ার সময় রোগী ও তাদের আত্মীয়দের জন্য ভোগান্তি সৃষ্টি হচ্ছে। একাধিকবার এই সমস্যা নিয়ে চিকিৎসকরাও বিপদে পড়ছেন।
এ পরিস্থিতি মোকাবিলার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা: মো: মোহসীন আলী ফরাজী খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছেন, যাতে হাসপাতালের প্রধান ফটক এবং বহি: বিভাগের সামনে অ্যাম্বুলেন্স রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। চিঠিতে তিনি উল্লেখ করেন, “বহিরাগত অ্যাম্বুলেন্স হাসপাতালের জরুরী বিভাগের সড়ক ও হাসপাতালে প্রবেশের পথে সমস্যা সৃষ্টি করছে। এতে রোগী ও সরকারি অ্যাম্বুলেন্সগুলোও সঠিকভাবে চলাচল করতে পারছে না।”
এছাড়া, বহিরাগত গাড়ির চালক ও হেলপাররা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে বাজে মন্তব্য করেন, যা হাসপাতালের প্রশাসনিক কাজেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এর ফলে হাসপাতালের পরিবেশে বিরক্তির সৃষ্টি হচ্ছে।
রোগীদের সজনরা জানান, বহিরাগত অ্যাম্বুলেন্স চালকরা এক ধরনের সিন্ডিকেট তৈরি করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন। অনেক সময় তারা রোগী ও সজনদের সাথে দুর্ব্যবহারও করেন। এই কারণে স্থানীয়রা মনে করেন যে, জরুরি ভিত্তিতে এসব বাহনকে হাসপাতাল বাউন্ডারী থেকে বাইরে সরিয়ে নেওয়া উচিত।
এ পরিস্থিতি দ্রুত সমাধান না হলে রোগী ও তাদের পরিবারের জন্য আরও বেশি সমস্যা সৃষ্টি হতে পারে, যা খোলাবাজার পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা আরও তীব্র করবে।