খুলনা মহানগর মহিলা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বুধবার (৭ মে) দলটির কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দা নার্গিস আলী, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট হালিমা আক্তার খানমকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোসাম্মাদ আনজিরা খাতুন, শাহানা সরোয়ার, নাসরিন শ্রাবণী, হাসনা হেনা, নিঘাত সিমা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি বেগম, অ্যাডভোকেট জাহানারা পারভীন, মোসাম্মাৎ সালমা বেগম, শাম্মী চৌধুরী মলি।
দলীয় নির্দেশনায় জানানো হয়েছে, এই আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
এ কমিটির মাধ্যমে খুলনা মহানগরে জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।