খুলনা মহানগর বিএনপি নির্বাহী কমিটির সভায় সন্মেলন সম্পন্নের সিদ্ধান্ত
খুলনা মহানগর বিএনপি নির্বাহী কমিটির এক সভায় আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে খুলনা মহানগর বিএনপির সন্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৮ জানুয়ারি বিকেলে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি সভায় বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজন ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংস্কার আনতে হবে। তবে, সংস্কারের নামে এমন কিছু হতে দেওয়া যাবে না যা গণতন্ত্রকে বিঘ্নিত করে।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করে দেশের সংকট নিরসন করতে হবে। গত ১৬ বছর বিদেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সফলতা এসেছে।”
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
সভায় যে সিদ্ধান্ত হয়, মহানগরীর অন্তর্গত ৩১টি ওয়ার্ড এবং তিনটি ইউনিয়নের কমিটির পদবিন্যাস চূড়ান্ত করা হবে। জানুয়ারির ২৫ তারিখের মধ্যে মহানগরীর পাঁচটি থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সাবেক খুলনা বিএনপির নাম ব্যবহার করে যারা নগরীতে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ফকরুল আলম, তরিকুল ইসলাম জহির, স.ম. আব্দুর রহমান, সৈয়দ রেহানা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। পরে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাও করা হয়।