খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মিলন, সেক্রেটারি রাকিব
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখার ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ (৪ জানুয়ারি) দুপুরে নগরীর আল-ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি হিসেবে আরাফাত হোসেন মিলন নির্বাচিত হন। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাকিব হাসান।
সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোট পাওয়া আরাফাত হোসেন মিলনের নাম ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
সভাপতি নির্বাচনের পর, নবনির্বাচিত সভাপতি আরাফাত হোসেন মিলন সদস্যদের পরামর্শের ভিত্তিতে রাকিব হাসানকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন এবং তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
এই সদস্য সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ নতুন নেতৃত্বের প্রতি ছাত্রশিবিরের আস্থা ও সমর্থনকে নির্দেশ করে। নবনির্বাচিত নেতৃত্ব ২০২৫ সেশনে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন।
নবনির্বাচিত সভাপতি এবং সেক্রেটারি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেছেন।