খুলনা বিশ্ববিদ্যালয়ে “শহীদ মীর মুগ্ধ তোরণ” এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে “শহীদ মীর মুগ্ধ তোরণ” উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ দুপুর ২:৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের আত্মত্যাগ, সংগ্রাম ও ঐক্যের অসামান্য গল্প নতুনভাবে তুলে ধরা হয়।
উপাচার্য (ভিসি) প্রফেসর ড. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একত্রিত হয়ে শহীদের স্মৃতিকে শ্রদ্ধা জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা প্রদান করেন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ফটকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি হিসেবে “শহীদ মীর মুগ্ধ তোরণ” এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের ঐতিহ্য ও সংগ্রামের মূল্যবোধকে স্মরণ রেখে প্রতিটি ইটের মাঝে শহীদদের বীরত্বের ছাপ ফুটিয়ে তোলা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে এবং শিক্ষার্থী ও গবেষকদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এই উদ্যোগ ভবিষ্যতে দেশের উন্নয়ন, সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে নতুন অধ্যায়ের সূচনা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশের ইতিহাস, সংগ্রাম এবং ভবিষ্যৎ উন্নয়নের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। শহীদদের ত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে এই তোরণের উদ্বোধন অতীতের সংগ্রামকে স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। প্রতিটি ইট আমাদের দেশের আত্মত্যাগী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নুরুন্নবী এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।