“খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
“খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই”—এই শীর্ষক সেমিনার আজ ২৭ এপ্রিল সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফিরোজ সরকার বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি কেবল বড় বড় বিল্ডিং দিয়ে তৈরি হয়নি, বরং প্রতিবছর বহু শিক্ষার্থী এখান থেকে সুনামের সঙ্গে পড়াশোনা শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হচ্ছে।”
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক হলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা সমস্যাও রয়েছে, যা দ্রুত সমাধান জরুরি। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রয়োজনে জমি অধিগ্রহণের পরামর্শ দেন তিনি। তরুণ প্রজন্মের হাত ধরেই দেশ এগিয়ে যাবে—এমন আশাবাদও ব্যক্ত করেন ফিরোজ সরকার।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. মো. নাজমুস সাদাত এবং খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ।
প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেলের পরিচালক ড. মো. আশিক উর রহমান।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। সভাপতিত্ব করেন খুলনা সিভিল সোসাইটির সভাপতি এস এম শাহনেওয়াজ আলী এবং সঞ্চালনায় ছিলেন ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম।
বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সোসাইটির সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। খুলনা সিভিল সোসাইটির আয়োজনে আয়োজিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।