খুলনা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি
খুলনা মহানগর বিএনপি নেতারা বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষ অপরিহার্য। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে ব্যাপক বৃক্ষরোপণ অপরিহার্য। তবে শুধু গাছ লাগানো যথেষ্ট নয়, সেগুলো সঠিকভাবে পরিচর্যা করাও আমাদের দায়িত্ব।
আজ সকাল ১১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ হাদিস পার্ক ও খালিশপুর ঝিল পুকুরে মৎস্য অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে বলেন, তিনি সবসময় প্রকৃতিকে ভালোবাসতেন এবং পরিবেশ রক্ষায় সচেষ্ট ছিলেন। তার আদর্শ অনুসরণ করে বিএনপি সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে।
নেতৃবৃন্দ বলেন, খুলাঞ্চল নদ, নদী খাল, বিল জলাশয়ে প্রাকৃতিক সমৃদ্ধি থাকা সত্ত্বেও সঠিক পরিচর্যার অভাবে মাছের উৎপাদন কমে যাচ্ছে। এক সময় সহজেই প্রাকৃতিক উৎস থেকে মাছ পাওয়া যেত, কিন্তু দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে মৎস্য সম্পদ হুমকির মুখে।
প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানা ঈসা ও সদর থানা বিএনপি সভাপতি কে এম হুমায়ুন কবীর। অন্যান্য উপস্থিত নেতা: জাকির ইকবাল বাপ্পী, ইফতেখার হোসেন বাবু, জাহাঙ্গীর হোসেন, মোল্লা নুরুল ইসলাম, আমিন আহমেদ, মঈনুল ইসলাম কিরন প্রমুখ।
প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান ও খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড: মোহাম্মাদ আলী বাবু। উপস্থিত ছিলেন থানা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, আরিফুর রহমান শিমুল, মুন্তাসির আল মামুন, নিঘাত সিমা, পাপিয়া রহমান পারুল প্রমুখ।
নেতৃবৃন্দ মনে করিয়ে দেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে শুধু উদ্যোগ নেওয়াই যথেষ্ট নয়, তা রক্ষা ও পরিচর্যাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।