খুলনা পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে দুদকের অভিযানে ২৬ লাখ টাকার দুর্নীতি উদঘাটন
খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার একটি প্রকল্পে ২৬ লাখ টাকার দুর্নীতি শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২১ জানুয়ারি দুপুরে খুলনার জোড়াগেট এলাকায় প্রতিষ্ঠানটিতে এই অভিযান পরিচালিত হয়। দুদকের খুলনা শাখার উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ নেতৃত্বাধীন দল প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল কাজের বিভিন্ন অনিয়ম উদঘাটন করে।
প্রকল্পটির মোট বাজেট ছিল ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকা। এর মধ্যে ৭টি আইটেমের কাজ অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ৫টি সিভিল মেরামত এবং ২টি মেকানিক্যাল কাজ। দুদকের তদন্তে মেকানিক্যাল কাজের কোনো বাস্তবায়ন পাওয়া যায়নি, যার জন্য বরাদ্দ ছিল প্রায় ২৬ থেকে ২৭ লাখ টাকা।
সিভিল কাজের ক্ষেত্রেও নিম্নমানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে বিল প্রদান, এবং অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের পরিত্যক্ত গোডাউনের ইট ব্যবহার করার মতো নানা অনিয়ম পাওয়া গেছে। এছাড়া স্ক্র্যাপ মালামাল কালোবাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণও পেয়েছে দুদক।
দুদকের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা এই তদন্তে অংশ নেন। সরেজমিনে বিশেষজ্ঞদের দ্বারা যাচাইয়ের পর অনিয়মের প্রমাণ নিশ্চিত করা হয়।
দুদকের খুলনা শাখার উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, “মেকানিক্যাল কাজের কোনো কার্যক্রম পাওয়া যায়নি এবং সিভিল মেরামতের কাজেও রয়েছে ব্যাপক অনিয়ম। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”