আদালতের রায়
খুলনা নৌপরিবহন মালিক গ্রুপের ১৩ জন ভোটার তালিকা থেকে বাদ
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের নির্বাচনী আপিল বোর্ড রায়ে জানিয়েছে, সংগঠনের সাধারণ সদস্যদের তৈরি ৫ সদস্যের এডহক কমিটি ভেঙে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যা বিধি বহির্ভূত। সেই সঙ্গে আহ্বায়ক কমিটির মাধ্যমে সদস্যপদ দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা অতিরিক্ত ১৩ জনকেও অবৈধ ঘোষণা করা হয়েছে।
গত ১৪ আগস্ট আপিল বোর্ড এ রায় প্রদান করে। এর ফলে আসন্ন নির্বাচনে ওই ১৩ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে নৌপরিবহন মালিক গ্রুপ শেখ পরিবারের নিয়ন্ত্রণে ছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণ সদস্যরা নেতৃত্ব পরিবর্তনে উদ্যোগ নেন এবং একটি এডহক কমিটি গঠন করেন। তবে পরবর্তীতে কার্যালয় দখল করে অসাধু ব্যবসায়ীরা ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন, যা নিয়ম বহির্ভূত বলে প্রতীয়মান হয়।
ব্যবসায় মন্ত্রণালয়ের নির্দেশে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসেইন শওকতকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তিন সদস্যের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৭ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আপিল বোর্ড পর্যবেক্ষণে জানায়, সংগঠনের সংঘ স্মারক ও বিধি ২০১৩ অনুযায়ী আহ্বায়ক কমিটি নামে কোনো কাঠামো নেই। এ কারণে ওই কমিটির গঠিত সদস্যপদ ও ভোটার অন্তর্ভুক্তি অবৈধ।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, “আইন অনুযায়ী সব কিছু করা হচ্ছে। সঠিক নিয়মে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।”