খুলনা নিউ মার্কেটে মোবাইল দোকানে চুরি: ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক
খুলনা নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি মোবাইলের দোকানে চুরি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে চারজন চোর দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে ৩৫টি মোবাইল ফোন এবং নগদ ৪ লাখ টাকা লোপাট করেছে।
খুলনা মহানগর মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম পল্টু জানান, সকাল সাড়ে ৯টার পর মার্কেটের প্রধান ফটক খোলা হলে, চারজন ব্যক্তি ধারালো যন্ত্র দিয়ে দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে আশপাশের দোকানীরা তালা কাটা অবস্থায় দোকান দেখতে পান।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, নিউ মার্কেট দীর্ঘ ৪০ বছর ধরে নিরাপদ ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত। তবে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, যা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস বলেন, তিনি ৪০ বছরের বেশি সময় ধরে মার্কেটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এ ধরনের ঘটনা তার আগে কখনো ঘটেনি। চোরদের আইনের আওতায় আনার জন্য পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দাখিল করলে মামলা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।