খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে ভয়াবহ আগুন, অস্থায়ী মার্কেট পুড়ে ছাই
খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে পিকচার প্যালেস মোড়ে স্থাপিত অস্থায়ী ঈদ মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুনের কারণে ওই মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ীরা জানান, তারা পিকচার প্যালেস সিনেমা হলের ভাঙা জমিতে “পিকচার প্যালেস সুপার মার্কেট” নাম দিয়ে এক বছর ধরে ব্যবসা করছিলেন। মার্কেটটি অসম্পূর্ণ এবং অপরিকল্পিতভাবে স্থাপিত ছিল, যা বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন ছিল। ভোর রাতে আগুনের সূত্রপাত হলে ব্যবসায়ীরা দ্রুত বের হয়ে আসেন, কিন্তু অল্প সময়েই আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে এবং বেশিরভাগ মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, কিছু দিন আগে ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জায়গায় ছোট ছোট সাইজের ৪৪টি অস্থায়ী দোকান স্থাপিত হয়েছিল। এর মধ্যে কাপড়, কসমেটিকস ও ক্রোকারিজের দোকান ছিল। ভোর সোয়া ৫টার দিকে এসব দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, তারা দ্রুত ৯টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুনে বেশ কিছু দোকান পুড়ে গেছে। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মতিয়ার রহমান জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আনুমানিক ৫০টি দোকান পুড়েছে এবং ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে মালামাল তুলেছিলেন, তবে আগুনে তারা সর্বস্ব হারিয়েছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে, তদন্তের পরই এর সঠিক কারণ জানা যাবে।