খুলনা থেকে ২৬০টি বাসে ঢাকায় জামায়াতের মহাসমাবেশে নেতাকর্মীরা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আজকের (শনিবার, ১৯ জুলাই) ঢাকার মহাসমাবেশে অংশ নিতে খুলনা জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে ২৬০টির বেশি বাস ও একটি রিজার্ভ ট্রেনের বগিতে ঢাকায় গেছেন দলটির হাজার হাজার নেতাকর্মী।
খুলনা মহানগর জামায়াত সূত্রে জানা গেছে, মহানগর পর্যায় থেকে ১১০টি বাস এবং একটি রিজার্ভ ট্রেনের বগির ব্যবস্থা করা হয়েছে। এসব যানবাহনে প্রায় ৭ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। এছাড়াও অনেকেই ব্যক্তি উদ্যোগে অন্য যানবাহনে ঢাকায় গেছেন।
অন্যদিকে, খুলনা জেলা জামায়াতের উদ্যোগে আরও ১৫০টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব বাস জেলা ও ইউনিট পর্যায়ের উদ্যোগে সংগঠিত হয়েছে।
খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, “এই মহাসমাবেশে খুলনার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ইতোমধ্যেই বেশিরভাগ যানবাহন ঢাকায় পৌঁছে গেছে।”
দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহাসমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় জমায়েত হচ্ছেন।