খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা: জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা ১৭ আগস্ট শনিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি ও ধর্মীয় কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খুলনা জেলা ও মহানগরীতে জলাবদ্ধতা এখন বড় সমস্যা। বর্ষার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় পানিবন্দি পরিস্থিতি সৃষ্টি হলেও, সাম্প্রতিক সময়ে কিছু উদ্যোগ জনদুর্ভোগ লাঘব করেছে। তিনি জানান, বিলাডাকাতিয়া, ফুলতলা ও ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে শোলমারী স্লুইস গেট খোলা হয়েছে এবং পানি অপসারণে পাম্প বসানো হয়েছে। বর্তমানে রোপা আমনের মৌসুমে কৃষকদের সহায়তা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, যাতে অধিক জমি চাষের আওতায় আনা যায়।
স্বাস্থ্য বিষয়ে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন সৈকত মোঃ রেজওয়ানুল হক। তিনি বলেন, দেশে বর্তমানে কোভিড ও ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে, তবে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সতর্ক থাকতে হবে। টব, ডাবের খোসা, পুরনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে সেসব দ্রুত পরিষ্কার করা জরুরি। পাশাপাশি, অক্টোবর মাস থেকে টাইফয়েড টিকা কর্মসূচি চালু হবে বলে তিনি জানান।
ধর্মীয় বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মাদ আশরাফ আলী বলেন, ২০২৬ সালের সরকারি ও বেসরকারি হজে অংশগ্রহণকারীদের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে, যা ১২ অক্টোবর পর্যন্ত চলবে। নিয়ম অনুযায়ী ৩০ হাজার টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে। সরকারি ব্যবস্থাপনায় হজ করলে প্রতারণার সুযোগ থাকে না এবং সব সুবিধা নিশ্চিত করা হয়।
অন্যদিকে, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, আগামীকাল থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় শহীদ হাদিস পার্কের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, শোভাযাত্রা, আলোচনা সভা এবং সফল চাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।