খুলনা জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা জেলা আইন শৃংখলা কমিটির ফেব্রুয়ারী মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন বলেন, বিগত মাসে খুলনা জেলা পুলিশের অধিক্ষেত্রে ঘটে যাওয়া তিনটি হত্যাকান্ড পারিবারিক কারনে হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতিয়মান হচ্ছে। সবকয়টি ক্ষেত্রে আসামী গ্রেফতার রয়েছে। অনলাইন জুয়ার বিস্তার বন্ধে পুলিশি অভিযানের সাথে নাগরিক সচেতনতা জরুরি। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এখন পুলিশের জন্য প্রথম অগ্রাধিকার। আমরা সে লক্ষ্য কাজ করে যাচ্ছি।
সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ আহসান হাবিব জানান, পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রনে মেট্রোপলিটন পুলিশের তদারকি বৃদ্ধি করা হচ্ছে। সম্প্রতি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করা হয়েছে। অপরাধ দমনে নিয়মিত প্যাট্রলিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আগামী রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রনে তদারকি অভিযান পরিচালনা করা হবে। খুলনার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে অভিযান চালানো হবে। কাঠ পুড়িয়ে বানিজ্যিকভাবে কয়লা তৈরির ব্যবসা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। সুন্দরবনে দস্যুতা, আটক করে মুক্তিপণ আদায়, বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ বাহিনীকে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে উপজেলা পর্যায়ে গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন বৈঠক করতে পারে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকার দাস সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইন শৃংখলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলায় জানুয়ারি মাসে রাহাজানি ১ টি, চুরি ৬ টি, খুন ৩ টি, ধর্ষণ ৪ টি, নারী ও শিশু নির্যাতন ২ টি, মাদকদ্রব্য বিষয়ক ৪১ টি এবং অন্যান্য ৪৬ টি সহ মোট ১০৩ টি মামলা হয়েছে যা বিগত মাসের চেয়ে ৮ টি কম। মহানগরে জানুয়ারি মাসে ডাকাতি ২ টি, চুরি ১৪ টি, খুন ২ টি, অস্ত্র আইনে ৪ টি, দ্রুত বিচার ৩ টি, ধর্ষণ ৫ টি, অপহরণ ২ টি, নারী ও শিশু নির্যাতন ১৪ টি, মাদকদ্রব্য বিষয়ক ৮৩ টি এবং অন্যান্য ৪৯ টি সহ মোট ১৭৮ টি মামলা হয়েছে যা বিগত মাসের চেয়ে ৩১ টি বেশি।
সভায় উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।