খুলনা খানবাহাদুর আহসানউল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আনিসুর রহমান
খুলনা খানবাহাদুর আহসানউল্লা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির (কেকেবিএইইউ) নতুন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস.এম. আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. মুঈন উদ্দিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর মুশফিক শাহরিয়ার সাফি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য সকলের সহযোগিতা কামনা করে বলেন, “নবপ্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টাই হবে আমাদের মূল শক্তি। আগামী মাসে বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হলে শিক্ষার জন্য আরও অনুকূল পরিবেশ গড়ে উঠবে, যা অগ্রগতির মাইলফলক হবে।”
তিনি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমানসহ সকল ট্রাস্টি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. আনিসুর রহমান ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ১৯৯৫ সালে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং (CSE) ডিগ্রি অর্জনের পর রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন। পরে তিনি এআইটি, ব্যাংকক থেকে এমএসসি এবং কানাডার ইউনিভার্সিটি অব অটোয়া থেকে ২০১১ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৯৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে সহকারী অধ্যাপক (১৯৯৯), সহযোগী অধ্যাপক (২০০৩), অধ্যাপক (২০১১) এবং ২০২৫ সালে গ্রেড-১ প্রফেসরে উন্নীত হন। গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে তিনি অর্ধশতাধিক প্রবন্ধ দেশের ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সদস্য।