খুলনা এসওএস শিশু পল্লীতে রহস্যজনক মৃত্যু
খুলনার এসওএস শিশু পল্লীর নবম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান ইশার (১৬) রহস্যজনকভাবে মারা গেছেন। ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে স্কুল কতৃপক্ষ তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ছাত্রী ইশরাত সোনাডাঙ্গা মডেল থানার আল আমিন মহল্লার বাসিন্দা খালেকের মেয়ে। খুলনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইশরাতের নানা জুয়েল শেখ জানান, ইশরাতের মা ১৬ মাস বয়সে মারা যান। তারপর থেকে তাকে এসওএস শিশু পল্লীর হোমে রেখে পড়াশোনা করানো হচ্ছিল। সেখানে প্রায় ১৪ বছর অবস্থান করছিলেন। তিনি অভিযোগ করেন, ইশরাতের আত্মহত্যার ঘটনাটি পুলিশকে অবহিত না করে সরাসরি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে পরিবারকে খবর দেয়া হয়।
এসওএস শিশু পল্লীর কর্মকর্তারা এ ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি এবং গলায় ফাঁস লাগানোর জন্য ব্যবহৃত রশি বা ওড়না দেখাতে পারেননি। এই কারণে ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেন ইশরাতের পরিবার।
ওসি সানোয়ার মাসুম জানান, মৃত্যুর খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।