খুলনাসহ তিন জেলায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৪৯
খুলনা, গাজীপুর ও সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মোট ৪৯ জনকে আটক ও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সোমবার (৭ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
খুলনায় সবচেয়ে বেশি আটক হয়েছে। নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত বাটার শোরুম এবং ময়লাপোতা মোড়ে অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে সংঘটিত ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. আহসান হাবিব জানান, সোমবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়। আটককৃতদের খুলনার সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঘটনার ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) চিত্র বিশ্লেষণ করে হামলার সঙ্গে জড়িতদের সনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যার পর খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ শেষে একদল উত্তেজিত বিক্ষোভকারী কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায়। পরে শিববাড়ি মোড়ে টাইগার গার্ডেনের বাটার শোরুমেও ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই সময় শোরুমের কর্মচারী ও নিরাপত্তারক্ষী আহত হন এবং প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট হয় বলে জানা গেছে।
পুলিশ ও র্যাব বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।