খুলনার ৬ টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ ৯ ফেব্রুয়ারি নগরীর আল ফারুক সোসাইটিতে এক দায়িত্বশীল সমাবেশে ৩ টি আসনের প্রার্থীতা ঘোষণা করেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে আরও ৩ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন-
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা): বটিয়াঘাটা উপজেলা জামায়াত ইসলামীর আমীর শেখ আবু ইউসুফ।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা, ১৬-৩১ নং ওয়ার্ড): কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী জামায়াত ইসলামীর সেক্রেটারী এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল।
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহানআলী, ১-১৫ নং ওয়ার্ড, আড়ংঘাটা যোগীপোল ইউনিয়ন): কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।
খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা): খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবীরুল ইসলাম।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা): কেন্দ্রীয় মজলিসে কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
এ নিয়ে জামায়াতে ইসলামী খুলনার ৬ টি আসনের সবকয়টিতে প্রার্থী ঘোষণা করেছে।